• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সিমের অপারেটর বদল হবে ২৫ মিনিটেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

এখন থেকে কোনও গ্রাহক সিমের অপারেটর বদল করতে চাইলে তা আবেদন করার ২৫ মিনিটের মধ্যেই সফল হবে। এর আগে এই সময়সীমা ছিল এক ঘণ্টা।

এর ফলে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের জন্য আবেদনের পর পোর্টিং (অপারেটর বদলে সফল) করার সময় কমে আসলো।

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে এই সেবা কার্যকর হয়েছে।

(মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি এ তথ্য জানিয়েছে।

গত ১ অক্টোবর থেকে চালু হয় এমএনপি সেবা। এখন পর্যন্ত লাখের বেশি গ্রাহক পোর্টিং সফল হয়েছে। এমএনপি সেবার ফলে গ্রাহকরা নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করতে পারছেন।

তবে সেক্ষেত্রে গ্রাহকদেরকে নির্দিষ্ট চার্জ দিতে হচ্ছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বদলি নিয়ে শিক্ষকদের জন্য দুঃসংবাদ
‘অ্যাক্টরস হোম’র জায়গা বুঝে পেল অভিনয় শিল্পী সংঘ
উপজেলা ভোট সুষ্ঠু করতে ওসি ও এসআইকে বদলির নির্দেশ
সুলতান মেলার সমাপনী, পদক পেলেন চিত্রশিল্পী নাসিম 
X
Fresh