• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতুর পর এবার মেট্রোরেল বাণিজ্য মেলায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯
প্রতীকী ছবি

প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বাণিজ্য মেলা চত্বর। পদ্মা সেতুর পর এবার মেট্রোরেলের আদলে মূল ফটক নির্মাণ করা হচ্ছে।

নির্বাচনের কারণে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছালেও চলতি মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছে এর আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

গত বছরের চেয়ে এবার বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা আয়োজকদের।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের ২৪তম আসর ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইপিবি আশা করছে, গতবারের চেয়ে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫০০ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ আরটিভি অনলাইনকে বলেন, উন্নয়নের সাহসী প্রতিকৃতি হিসেবে পদ্মা সেতুর পর মেট্রোরেলের আদলে বাণিজ্য মেলা প্রধান ফটক সাজানো হচ্ছে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও ‍দৃশ্যমান হবে।

তিনি বলেন, বাণিজ্য সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। আশা করছি এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ গতবারের চেয়ে বৃদ্ধি পাবে।

এবারের মেলায় নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি ও ২৬টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
আজ থেকে আবার চলছে মেট্রোরেল
X
Fresh