• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ১২:০১
প্রতীকী ছবি

আরও একটি ব্যাংকের অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদন (লেটার অব ইনটেন্ট) পাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।

আগামী বোর্ড সভায় ব্যাংকটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজ বুধবার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুমোদনের জন্য ব্যাংকটি যেসব কাগজপত্র জমা দিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের গতকালের সভায় তা যাচাই-বাছাই শেষে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। আগামী বোর্ড মিটিংয়ের পর ব্যাংকটির লেটার অব ইনটেন্ট বা চূড়ান্ত অনুমোদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবারের বোর্ড মিটিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের পর বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬০টিতে।

প্রস্তাবিত ব্যাংকটির প্রধান উদ্যোক্তা দেশের স্বনামধন্য বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দীন।

এর আগে গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক কমিউনিটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয়। বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট ব্যাংকটি পরিচালনা করছে।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh