• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আয়কর দেয়া যাবে শুক্র-শনিবারও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩৪
আয়কর মেলা থেকে। ছবি আরটিভি অনলাইন

সপ্তাহব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হওয়ার পর এ বছর আলাদা করে আয়কর সপ্তাহ করেনি রাজস্ব বোর্ড। তবে কর অঞ্চলে মেলার পরিবেশেই নেয়া হচ্ছে আয়কর রিটার্ন।

করদাতাদের সেবা দিতে আগামীকাল শুক্রবার ও শনিবারও দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থাৎ এখনও যারা কর দিতে পারেননি বা আয়কর রিটার্ন দাখিল করেননি, তারা এই সরকারি ছুটির দিনেও তা জমা দিতে পারবেন।

সাধারণত প্রতিবছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকে। তবে করদাতাদের সুবিধার্থে সময় আরও দুই দিন বাড়িয়ে এবাবর ২ ডিসেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে আয়কর দিবস উপলক্ষে আগামী ৩০ নভেম্বর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালি করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

র‌্যালি করার অনুম‌তি চেয়ে বুধবার নির্বাচন কমিশন স‌চি‌বের কাছে চিঠি দিয়েছেন এনবিআর সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) সিরাজুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপিত হবে। দিবসটির তাৎপর্য জনসাধারণের কাছে তুলে ধরতে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে র‌্যালির আয়োজন করা হবে।

চলতি করবর্ষের জন্য গত ১৩ নভেম্বরে ঢাকাসহ সারাদেশে আয়কর মেলা উদযাপিত হয়। এটি শেষ হয় ১৯ নভেম্বর।

এরপর তেকে দেশের কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতেও মেলার পরিবেশে কর সেবা নিচ্ছেন করদাতারা।

এনবিআর সূত্রে জানা গেছে, রেকর্ড আয়কর আদায়ের মাধ্যমে এবারের আয়কর মেলা ২০১৮ শেষ হয়েছে। সপ্তাহব্যাপী আয়কর মেলায় মোট কর আদায় ছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। যা ২০১৭ সালের তুলনায় ১১.৩৫ শতাংশ বেশি।

এবছর মেলায় করসেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন, রিটার্ন দাখিল করেছেন চার লাখ ৮৭ হাজার ৫৭৩ জন এবং ই-টিআইএন নিয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন। এক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ধনবাড়ীতে মেলাকে কেন্দ্র করে চলছে অশ্লীল নৃত্য
গাড়ি মালিকদের জন্য সুখবর
X
Fresh