• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বুধবারও রাত ৮ পর্যন্ত ব্যাংক খোলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৬, ২১:১৮

আয়কর বিবরণী জমা দেয়ার সুবিধার্থে বুধবারও রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সব ব্যাংকের শাখা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় মঙ্গল-বুধ দু’দিন রাত ৮টা পর্যন্ত ব্যাংকে খোলা থাকবে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপ- মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি হয়।

এতে বলা হয়, ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর দেয়ার সুবিধার্থে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে তা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে মঙ্গল ও বুধবার রাত ৮টা পর্যন্ত সব ব্যাংকের শাখা খোলা থাকবে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বিবরণী জমা দেয়ার শেষ দিন শেষ হচ্ছে বুধবার। সাপ্তাহিক ছুটির শুক্র-শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অঞ্চলের অফিস খোলা রাখছে এনবিআর।

বাংলাদেশে কর শনাক্তকরণ (টিআইএন) নম্বরধারীর সংখ‌্যা ১৮ লাখ। এরমধ‌্যে গেলো বছর আয়কর বিবরণী জমা দেয় ১৩ লাখ।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh