• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ১২৫ সিসির স্কুটার আনলো হিরো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৬

ভারতের বাজারে নতুন দুইটি স্কুটার উম্মোচন করেছে হিরো মটো করপোরেশন। গেলো সপ্তাহে কোম্পানিটি প্রথমবারের মতো তাদের ১২৫ সিসির স্কুটার ডেসটিনি এনেছে; যা নয়াদিল্লির বিভিন্ন শোরুমে পাওয়া যাবে।

দুই চাকার এই হুইলার দিয়ে কোম্পানিটি তাদের সাবেক পার্টনার হোন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়ার সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে চায়।

স্কটুারটির দাম রাখা হয়েছে ৫৪ হাজার ৬৫০ রুপি থেকে ৫৭ হাজার ৬৫০ রুপিতে। এটি হিরোর একটিভা মডেলের ১২৫ সিসির ভার্সন। যা দুই বছর আগে কোম্পানিটি বাজারে ছাড়ে। এরই মধ্যে তা ভারতের দুই চাকার স্কুটার বিক্রিতে শীর্ষে অবস্থান করেছে।

নতুন স্কুটারের ইঞ্জিনে ৮.৭ বিএইচপি শক্তি ব্যবহার করা হয়েছে। অধিক মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে।

ভারতে এলএক্স এবং ভিএক্স এই দুই ভার্সনে স্কুটারটি পাওয়া যাবে। দেশটির বাজারে এলএক্স ভার্সনের দাম ৫৪ হাজার ৬৫০ রুপি। ভিএক্স ভার্সনের দাম ৫৭ হাজার ৫০০ রুপি।

আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে।

হিরোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক লিটার পেট্রলে তাদের নতুন স্কুটার ৫১ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। স্কুটারটিতে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা ইত্যাদি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh