• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মধ্যম আয়ের দেশের ছোঁয়া জীবনযাত্রায় লাগতে শুরু করেছে

অনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর ২০১৬, ২৩:৫৩

২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ছোঁয়া ইতিমধ্যে মানুষের জীবনযাত্রায় লাগতে শুরু করেছে। মধ্যম আয়ের দেশ হলে লাইফ ইনস্যুরেন্স সবার জন্য বাধ্যতামুলক হবে। বললেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি।

রোববার দুপুরে নরসিংদীর ড্রীম হলিডে পার্কে প্রতিষ্ঠানটির বৃহত্তর ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারের কোষাগারে ভ্যাট দিয়ে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মৃত্যুদাবির প্রায় একশ’ জনকে বিভিন্ন অংকের প্রায় এক কোটি টাকা প্রদান করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh