• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শতভাগ বিদ্যুতের আওতায় এলো ১০৬ উপজেলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৮, ১৫:০১

সরকারের শেষ সময়ে এসেছে ১০৬টি উপজেলায় শতভাগ ঘরে বিদ্যুতের আলো জ্বললো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গণভবন থেকে এসব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন।

একইসঙ্গে তিনি নতুন সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন এবং বিদ্যুৎ বিভাগের দুইটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শতভাগ বিদ্যুৎ সুবিধা পাওয়া উপজেলাগুলোর মধ্য রয়েছে-

নবাবগঞ্জ, দোহার, কাশিয়ানী, মুকসুদপুর, গোপালগঞ্জ সদর, মিঠামইন, তাড়াইল, ইটনা, হোসেনপুর, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, শ্রীমঙ্গল, নাটোর সদর, নলডাঙ্গা, গুরুদাসপুর, পুঠিয়া, চারঘাটা, বাঘা, তানোর, চিতলমারী, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, জীবননগর, দামুড়হুদা, পিরোজপুর সদর, হরিরামপুর, সাটুরিয়া, ঘিওর, আত্রাই, মহাদেবপুর, রাণীনগর, নিয়ামতপুর, ঝালকাঠি সদর, রাজাপুর, পাবনা সদর, বিশ্বনাথ, গোপালগঞ্জ, জৈন্তাপুর, বালাগঞ্জ, ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, কুমারখালী, ফুলবাড়ি, কাহারোল, রামগঞ্জ, রাঙ্গুনিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বিজয়নগর, কসবা, বাঞ্ছারামপুর, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লালমাই, তিতাস, মেঘনা, হোমনা, দাউদকান্দি, লাঙ্গলকোট, বুড়িচং, লাকসাম,-চৌদ্দগ্রাম, চাটখিল, সোনাইমুড়ী, দক্ষিণ সুনামগঞ্জ, তারাগঞ্জ, রংপুর সদর, তালা, কক্সবাজার সদর, টেকনাফ, গাংনী, দৌলতখান, তজুমুদ্দিন, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, চৌহালি, মাদারীপুর সদর, নীলফামারী সদর, কালিগঞ্জ, কালিয়াকৈর, শরীয়তপুর সদর, ডামুড্যা, চাঁদপুর সদর, শাহরাস্তি, হাজিগঞ্জ, হাইমচর, সোনারগাঁও, নন্দিগ্রাম, সোনাতলা, দুপচাঁচিয়া, বগুড়া সদর, কাহালু, আদমদীঘি, শাহাজানপুর, চরভদ্রাসন, আলফাডাঙ্গা, মাগুরা সদর ও শ্রীপুর।

এর আগে ৮০টি উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত ঘোষণা করা হয়েছিল। আজ একশোর বেশি উপজেলা শতভাগ বিদ্যুতের আওয়তায় আসলো। আগামী ৪ নভেম্বর আরও চারটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হবে।

ভিডিও কনফারেন্সে নতুন ৭ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুত কেন্দ্রগুলো হলো- বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, আওরাহাটি ১০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কড্ডা ১৪৯ মেগাওয়াট এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পানগাঁও ৩০০ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ ১৪১ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন সাইকেল বিদ্যুৎকেন্দ্র এবং টেকনাফ ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh