• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিমানের তেল সরবরাহে পাইপলাইন হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৮, ১০:২৬
ছবি প্রতীকী

মাটির নিচে বসানো পাইপলাইন দিয়ে শীতলক্ষ্যার তীর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জ্বালানি (জেট এ-১) আসবে। এজন্য শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ এলাকা থেকে রাজধানীর কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত ১৬ কিলোমিটারে বসবে আট ইঞ্চি ব্যসের পাইপ।

সরকার এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিস্থাপন করার কথা রয়েছে।

জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার বিদ্যুৎ ভবনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নৌবাহিনীর বাণিজ্যিক প্রতিষ্ঠান নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশনকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।

পেট্রোবাংলা আশা করছে, আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালু হবে।

পেট্রোলিয়াম করপোরেশন আমদানি করা ‘জেট এ-১’ জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে নিয়ে আসে। সেখান থেকে প্রতিদিন দেড়শ লরির মাধ্যমে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় এক হাজার টন জ্বালানি নিয়ে আসা হয় কুর্মিটোলার এভিয়েশন ডিপোতে।

জ্বালানি সচিব বলেন, প্রকল্পের আওতায় শীতলক্ষ্যার তীরে একটি জেটি নির্মাণ করা হবে। ছয় একর জমিতে পাম্পিং সুবিধাসহ তিনটি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে, যেগুলোর ধারণক্ষমতা হবে নয় হাজার টন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৯ লাখ টাকা, যা পেট্রোবাংলা নিজস্ব তহবিল থেকে দেবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
X
Fresh