• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বীমা খাত শক্তিশালী হলে দ্রুত দেশের উন্নয়ন হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ নভেম্বর ২০১৬, ২৩:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বীমা খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন আরো দ্রুত হবে। বললেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফয়’স লেকে ‘ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স’ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, ‘দেশের বীমা খাতে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নাদের খান, মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে এক গ্রাহককে বীমা দাবির ৮ লাখ টাকার চেক তুলে দেন কোম্পানির চেয়ারম্যান।

এর আগে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে দু’দিনের ‘গ্র্যান্ড ওয়েডিং এক্সপো’র উদ্বোধন করেন মোরশেদ আলম। মেলার মিডিয়া পার্টনার সবচেয়ে জনপ্রিয় বেসরকারি চ্যানেল আরটিভি।

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh