• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৩০ নভেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দিতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ নভেম্বর ২০১৬, ২২:২২

আসছে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল মুহিত।

বিকেলে শেরেবাংলা নগরের জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবনে বিভিন্ন ক্যাটাগরিতে দেশসেরা ১শ’ ৪১ সেরা করধারীদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

বিশেষ পেশাজীবী, কোম্পানিসহ মোট ৫শ ১৭ জনকে পুরস্কৃত করেছে এনবিআর। তবে সেখান থেকে বাছাই করে ১শ’ ৪১ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকারি আয় সংগ্রহকারী প্রতিষ্ঠানটি।

এনবিআরের এ বিশাল অর্জন নিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জনগণের করের টাকাতেই বড় বড় প্রকল্প নিতে সাহস করছে সরকার; এগিয়ে যাচ্ছে দেশ।

আরো একধাপ এগিয়ে আয়কর দেয়াকে বাহাদুরী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বাহাদুরী অব্যাহত রেখে বাংলাদেশের বাজেটকে ৫ লাখ কোটি টাকায় নিতে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে রিটার্ন জমা দেয়ার সংখ্যা ১১ লাখ থেকে বেড়ে ২০ লাখে উন্নীত হবে বলে আশা জানাচ্ছি।

করধারীরা তাতে সাড়া দিয়ে বলেন, গর্বিত বাংলাদেশ গড়তে তারা কর দেয়া অব্যাহত রাখবেন।

এদিকে, এনবিআর জানায়, শুধু কথার ফুলঝুরি নয়; তা কাজে প্রমাণ করতে দেশে রেকর্ড ২৫ লাখেরও বেশি মানুষ করের আওতায় আসছেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh