• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মজুরি নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে: বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৫

গার্মেন্টস্ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন ‘বিজিএমই’।

সোমবার রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

পোশাকখাতের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করে গত সেপ্টেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ৪০ লাখ শ্রমিক অধ্যুষিত এই খাতে মজুরি বেড়েছে ৫১ শতাংশ।

নতুন মজুরি কাঠামোতে বেসিক চার হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২০৫০ টাকা; চিকিৎসা ভাতা ৬০০ টাকা; যাতায়াত ভাতা ৩৫০ টাকা; খাদ্য ভাতা ৯০০ টাকা ধরা হয়েছে।

এর আগে ২০১৩ সালে এই খাতে বেতন বাড়ানো হয়েছিল।

সিদ্দিকুর রহমান বলেন, তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। মালিক শ্রমিক সব পক্ষ বিষয়টি মেনে নিয়েছে। অথচ কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতিকারী বিভ্রান্তিকর তথ্য দিয়ে শ্রমিকদের বিভ্রান্ত করতে চাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান ও মঈনুদ্দিন আহমেদ।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী সম্মিলিত পরিষদ
৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ জরুরি : প্রধানমন্ত্রী
পোশাক শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
X
Fresh