• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতকে তেল দিচ্ছে সৌদি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৮, ১৫:৩১

বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরব ভারতের ক্রেতাদের আরও ৪০ লাখ ব্যারেল জ্বালানি তেল দেবে। আগামী নভেম্বরের শুরুতে অপরিশোধিত এই জ্বালানি তেল সরবরাহ করবে সৌদি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বুধবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর ঘাটতি মেটাতে সৌদি আরবের এই বাড়তি তেল সরবরাহের আগ্রহ দেখা যাচ্ছে।

চীনের পর ভারতই ছিল ইরানের বড় ভোক্তা। আশঙ্কা আছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত এই ইরান থেকে তেল নেয়া বন্ধ করে দেবে।

ওই সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি সৌদি থেকে ১০ লাখ ব্যারেল করে তেল আমদানি করতে চেয়েছে।

তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো এই তেল দেবে কিনা তা রয়টার্সকে তাৎক্ষণিক নিশ্চিত করেনি।

ভারত সৌদি থেকে মাসে আড়াই কোটি ব্যারেল তেল আমদানি করে।

ভারতে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম অতীতের সব রেকর্ড ভেঙে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকে দেশটিতে এরইমধ্যে বনধও পালিত হয়েছে।

এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে জ্বালানি তেল আমদানিতে আবগারি শুল্কও তুলে দেয়া হয়েছে।

সরকার পক্ষ আশা করছে, নতুন করে তেল আমদানি হলে অনেকাংশে দাম নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh