• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃহস্পতিবার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৮, ১৮:০৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

সারাদেশে তিনদিনব্যাপী উন্নয়নমেলা শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের জেলা-উপজেলা পর্যায়ে এই মেলার উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। তরুণ প্রজন্ম উন্নয়ন মেলায় এসে যেন নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করে সে আয়োজন থাকবে। মেলা থেকে তরুণেরা ভবিষ্যতের জন্য একটা নতুন ভাবনা নিয়ে ফিরবে।

তিনি বলেন, মেলায় উদ্ভাবনী কিছু বিষয় থাকবে। শহরের সুবিধা কীভাবে গ্রামে পৌঁছাবে সেটা তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পারবে এই মেলায়। এই মেলায় ২১০০ সাল মেয়াদী ডেল্টা প্ল্যান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

ঢাকার জেলা প্রশাসন শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে এবারে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ আয়োজন করেছে। এ মেলায় স্টল থাকবে ৩৩০টি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামগ্রিক তত্ত্বাবধানে আয়োজিত মেলায় অংশগ্রহণ করবে সরকারের সকল মন্ত্রণালয় ও অধিদপ্তর। মেলার তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন থাকবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh