• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো শুরু বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৬, ১৭:৪৭

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশনের উদ্যোগে শুরু হচ্ছে ৪র্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬। আসছে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার সকালে বাপার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজধানীর আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র বসুন্ধরায় এ মেলা হবে। এর সঙ্গে চলবে ৬ষ্ঠ এগ্রো বাংলাদেশ এক্সপো ও রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে মেলার নানা দিক তুলে ধরেন বাপার প্রেসিডেন্ট এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

তিনি জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এ মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা থাকবেন। মেলা সবার জন্য খোলা থাকবে। এতে বাংলাদেশ ছাড়া ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ১৩টি দেশের শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এসময় বাপার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মেলা কমিটির চেয়ারম্যান নাজমুল হক ছিলেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh