• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩০ নয়, ৫০ টাকা দিয়ে করা যাবে অপারেটর বদল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ অক্টোবর ২০১৮, ১৩:০১

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর বদল তথা এমএনপি সেবা চালু হয়েছে। আজ সোমবার সকাল থেকে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টারে এ সেবা পাওয়া যাচ্ছে। তবে রোববার মধ্যরাত থেকে কারিগরিভাবে এ সেবা চালু হয়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে সোমবার এক সংবাদ সম্মেলনে এই সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ সংস্থার কমিশনার ও মহাপরিচালকরা।

নিজের মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরের ভয়েস ও ডাটা প্যাকেজ ব্যবহারের সুবিধা হলো এমএনপি। অর্থাৎ আপনি কোনও অপারেটরের সিম ব্যবহার করছেন, কিন্তু ওই অপারেটরের কল চার্জ বা ডাটা চার্জ বেশি এবং একই সময়ে অন্য অপারেটরের চার্জ কম। আপনার ইচ্ছে হচ্ছে কম চার্জ এর সিমে কথা বলবেন বা তার সুবিধা গ্রহণ করবেন। এখন নিজের বর্তমান সিম নম্বর ঠিক রেখে অনায়াসেই অন্য অপারেটরের সেবা গ্রহণ করতে পারবেন।

এমএনপি সেবা নেয়ার জন্য আগে সার্ভিস চার্জ হিসেবে ৩০ টাকার সঙ্গে ট্যাক্স কেটে নেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু শুরুতে এটা ৫০ টাকা নেয়া হচ্ছে। সঙ্গে ট্যাক্স যোগ করলে যা ৫৭ টাকা ৫০ পয়সা দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এটি পরিবর্তনের জন্য গ্রাহককে এখন যে টাকা দিতে হচ্ছে, তার হার ধীরে ধীরে কমানো হবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান লাভ বেশি করলে এই টাকার হার আরও কমিয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘এই সেবা চালুর ফলে অপারেটরগুলোর মধ্যে মোবাইল গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার প্রতিযোগিতা শুরু হবে। সেবা দিয়েই গ্রাহক আকৃষ্ট করতে হবে। এতে সেবার মানু উন্নত হবে।

নতুন সিম চালু হতে ৭২ ঘণ্টা সময় লাগবে। তবে জরুরি সেবা মাশুল দিলে ২৪ ঘণ্টার মধ্যেও এমএনপি সিম চালু করা যাবে।

একবার অপারেটর বদল করে ৯০ দিন পরে আবার আগের অপারেটরে বা নতুন অপারেটরে যাওয়া যাবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh