• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভ্যাট আইন প্রয়োগে ত্রুটিপূর্ণ বিষয়ে নজর দিতে হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৬, ১৯:৪০

নতুন ভ্যাট আইন প্রয়োগের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ দিকগুলোর প্রতি বিশেষ নজর দেয়ার আহ্বান জানালেন এফবিসিআই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

সকালে সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভ্যাট আইন অনলাইন করার পদক্ষেপ যুগোপযোগী সিদ্ধান্ত। এর সুফল সবার জন্য নিশ্চিত করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর মূসক নীতির সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর আলম বলেন, রাজস্ব আদায় বাড়াতে করদাতাদের হয়রানি শূণ্যের কোটায় নামিয়ে আনা হবে।

সাভার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সহকারি কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম কমিশনার ডক্টর মোহাম্মদ সহিদুল ইসলাম, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh