• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ শেষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭

নির্ধারিত সময়ের মধ্যে পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পগুলো দৃশ্যমান করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এরইমধ্যে কিছুটা হলেও বেশ কয়েকটি মেগা প্রকল্প দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয় বাস্তবে দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি তত্বাবধায়নে এগুলোর বাস্তব অগ্রগতি প্রতিমাসেই খতিয়ে দেখছে তার কার্যালয়।

তবে এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জের প্রকল্প হচ্ছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংকের ঋণ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার।

এখন পর্যন্ত সেতুটির ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া মূল সেতুর বাস্তবায়ন হয়েছে ৬৬ শতাংশ।

গত আগস্ট পর্যন্ত অগ্রগতির এ চিত্র উঠে এসেছে সরকারের ফাস্ট ট্রাক প্রকল্পগুলোর প্রতিবেদনে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদনটি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

এদিকে এ সেতুতে রেল নির্মাণ করে একইদিনে পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেয়ার লক্ষ্য নিয়েছে সরকার। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ ও সদ্য শেষ হওয়া নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।

একইদিনে ঢাকা-ভাঙ্গা ছয় লেনের সড়ক উদ্বোধনেরও প্রস্তুতি চলছে। ছয় লেনের সড়কসহ এদিন আরও কিছু উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটিতে রেল নির্মাণের উদ্বোধন করবেন। ছয় লেনের সড়কসহ এদিন আরও কিছু উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

ঢাকা-ভাঙ্গায় ছয় লেনের সড়কটি দেশের প্রথম এক্সপ্রেসওয়ে।

এ বিষয়ে ইআরডি সিনিয়র সচিব কাজী শফিকুর আযম বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো সরকারের সর্বোচ্চ অগ্রগাধিকারপ্রাপ্ত। তাই এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সব পক্ষই সজাগ রয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়ন সঠিক পথেই রয়েছে। বেশিরভাগ প্রকল্পেরই অগ্রগতি ভালো। আশা করছি, দ্রুতই প্রকল্পগুলোর কাজ শেষ হবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ পুনরায় শুরুর বিষয়ে বৈঠক
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
X
Fresh