• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮

দেশে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। ২০২১ সালের মাধ্যমে সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এ লক্ষ্য পূরণের পথ এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, সোমবার আবারও নতুন রেকর্ড গড়েছে দেশের উৎপাদিত বিদ্যুৎ। এদিন সন্ধ্যা ৭টার দিকে ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, দেশে এযাবৎকালের এটিই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন।

এর আগে ১৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

উল্লেখ্য, এবছর ৭ জুলাই দেশের বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মত ১১ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১১ হাজার ৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। পরে ১১ জুলাই ১১ হাজার ২১০ মেগাওয়াট ও ১৪ জুলাই ১১ হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
X
Fresh