দুই মাস মিলে রপ্তানি আয় বেড়েছে
আরটিভি অনলাইন রিপোর্ট
| ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩২ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১

------------------------------------------------------------------
আরও পড়ুন : শেয়ারবাজারে আধা ঘণ্টা বেশি লেনদেন হবে বুধবার
------------------------------------------------------------------ ইপিবির তথ্যে দেখা যায়, জুলাই-আগস্ট সময়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ এসেছে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, ঈদের কারণে আগস্টের শেষ ১০ দিন অধিকাংশ কারখানা বন্ধ ছিল। ফলে রপ্তানি আয়ে তার প্রভাব পড়তে পারে। সে কারণে আগস্টে রপ্তানি আয় কিছুটা কমেছে। প্রতি বছর দুই ঈদের ছুটিতে এমনটি হয়। তবে অর্থবছরের বাকি মাসগুলোতে আয় বাড়বে বলে আশা করেন তিনি। জুলাই-আগস্ট সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ১৫ দশমিক ৫৭ শতাংশ। হিমায়িত মাছ রপ্তানি কমেছে ৩১ দশমিক ২৩ শতাংশ। চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে ২৬ দশমিক ২৬ শতাংশ। চা রপ্তানি কমেছে ৯৪ শতাংশ। তবে স্পেশালাইজড টেক্সটাইল রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ।
আরও পড়ুন : এসআর