• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই মাস মিলে রপ্তানি আয় বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩২

রপ্তানি আয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইতে সুখবর এসেছে। তবে দ্বিতীয় মাসেই হোঁচট খেয়েছে দেশ। জুলাইয়ে পণ্য রপ্তানি করে গত বছরের একই সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি আয় হলেও দ্বিতীয় মাসে প্রথম মাসের তুলনায় কমেছে প্রায় ১২ শতাংশ। তবে দুই মাস মিলে আয় বেশি হয়েছে।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এতে দেখা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬৭৯ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। যা গত বছরের একই সময় থেকে প্রায় আড়াই শতাংশ বেশি।

ইবিপির তথ্য মতে, প্রথম মাস জুলাইয়ে আয় হয় ৩৫৮ কোটি ১৫ লাখ ডলার। আগস্টে তা দাঁড়িয়েছে ৩২১ কোটি ৩৫ লাখ ডলারে।