• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ডলারের বিপরীতে ভারতের রুপির পতনে রেকর্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪

ডলারের বিপরীতে ভারতের রুপির পতনে রেকর্ড হয়েছে। সোমবার দিনের এক সময়ে ডলারের দাম বেড়ে গিয়ে ৭২.৬৭ রুপিতে ঠেকে।

দেশটির একটি সংবাদ মাধ্যম বলছে, এ যাবতকালের জন্য ডলারের বিপরীতে ভারতের রুপির এটাই রেকর্ড পতন।

এর আগে রোববার মার্কিন ডলারের নিরিখে রুপির দাম শেষ হয় ৭১.৭৩-এ। যদিও দিনের এক পর্যায়ে তা ৭২.১১ রুপিতে গিয়ে ঠেকেছিল। এ দিন পর্যন্ত সেটাই ছিল সর্বকালীন রেকর্ড।

সোমবার সকালের পর ডলারের দাম আরও বেড়ে গিয়ে উঠেছিল ৭২.৬৭ রুপি পর্যন্ত। আপাতত এটাই নতুন সর্বকালীন রেকর্ড। তবে দুপুরে কিছুটা নেমে এসে ডলারের দাম দাঁড়ায় ৭২.২৯ রুপি।

এদিকে রুপির মান পড়ে যাওয়ার জেরে হঠাৎ ফুলে ফেঁপে উঠছে দেশটির ডিজেল-পেট্রোলের বাজার।

রুপির পতনের রেকর্ডের সঙ্গে এদিন রেকর্ড গড়েছে জ্বালানি পণ্য দুটিও।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব এবং রুপির দামে পতন ঘটায় এ ভারতে পেট্রল-ডিজেলের দামও ঊর্ধ্বমুখী।

মুম্বাইতে রোববারের চেয়ে ২৩ পয়সা বেড়ে গিয়ে পেট্রল এবং ডিজেলের দাম দাঁড়ায় যথাক্রমে লিটার প্রতি ৮৮.১২ এবং ৭৭.৩২ রুপি। রাজধানী দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮০.৭৩ এবং ৭৬.৯৮ রুপি। কলকাতায় সোমবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৩.৬১ রুপি। এবং ডিজেলের ছুঁয়েছে লিটার প্রতি ৭৫.৬৮ রুপি। তিন শহরের দামই সর্বকালীন রেকর্ড।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আশ্বাস সত্ত্বেও রুপির দামে এই পতন কেন?

বাজার বিশেষজ্ঞরা অনেকে বলছেন, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে এ দেশেও।

এদিকে শেয়ারবাজারে লেনদেনকারীদের একাংশের অভিযোগ, রুপির দামের পতন রুখতে বিদেশি মুদ্রা বিনিময় বাজারে এ দিন রিজার্ভ ব্যাংকের যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল না।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের তলব
‘ভারতের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে’
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ মার্চ)
X
Fresh