logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ফেসবুকে কুইজ বিজয়ীদের পুরস্কার দিলো লিনেক্স ইলেক্ট্রনিক্স

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৮ | আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৯:০৭
খেলা শুধু মাঠে নয়, এবার হবে ফেসবুকে- স্লোগানে আয়োজিত ফেসবুক কুইজ কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে লিনেক্স ইলেক্ট্রনিক্স।

bestelectronics
শনিবার রাজধানীর তেজগাঁও বেঙ্গল স্কয়ারে অনুষ্ঠিত এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

কুইজ কনটেস্টটি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার টি-২০ সিরিজের ম্যাচগুলো নিয়ে সাজানো হয়েছিল।

অনুষ্ঠানে প্রতি ম্যাচ এর তিনজন বিজয়ীসহ মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।

আমেরিকান ব্র্যান্ড লিনেক্স কর্তৃপক্ষ আরটিভি অনলাইনকে জানিয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে- এই কুইজ প্রতিযোগিতায় ফলোয়ারদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।

পুরো টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ নিয়ে ছিল কুইজ এবং প্রত্যেক কুইজ বিজয়ী জিতে নেন লিনেক্স ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে আকর্ষণীয় উপহার এবং সেই সাথে রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেক্ট্রনিক্স এর চিফ এক্সিকিঊটিভ অফিসার কে এম আলী,  চিফ আপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবির, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজের এজি এম মার্কেটিং শাহ্‌ ফয়সাল হোসেন ও মারলাক্স টেকনোলজির হেড অফ অপারেশন শেখ শিমুল আহমেদ।

আরও পড়ুন :

এসআর

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়