• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুখ থুবড়ে পড়েছে বাগেরহাট বিসিক শিল্পনগরী

বাগেরহাট প্রতিনিধি

  ১৮ নভেম্বর ২০১৬, ১৬:৩৫

বিদ্যুৎ-পানি সরবরাহ, রাস্তাসহ অবকাঠামোর অভাবে মুখ থুবড়ে পড়েছে ৪৪টি শিল্প প্রতিষ্ঠানের বাগেরহাট বিসিক শিল্পনগরী। পয়ঃনিষ্কাশনের ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে পানি ওঠে কারখানায়। এতে অনেক ব্যবসায়ী কারখানা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থান নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

বাগেরহাট শহরের দড়াটানা নদীর পাশে ১৯ দশমিক ৩০ একর জমির ওপর ১৯৯৫ সালে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। বর্তমানে ৪৪টি প্রতিষ্ঠান রয়েছে এ নগরীতে। এখানকার অনেক মালামাল বিদেশেও রপ্তানি হয়। নগরীতে নেই বিদ্যুৎ ও পানির সংযোগ। পয়ঃনিষ্কাশনে পর্যাপ্ত ড্রেন না থাকায় সমান্য বৃষ্টিতেই পানি জমে কারখানায় ঢুকে। রাস্তা না থাকায় কাঁচামাল পরিবহনে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এতে লোকসানের মুখে পড়ে অনকে ব্যবসায়ী অন্যত্র চলে যাচ্ছেন।

এক কর্মকর্তা জানান, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পনগরীর সমস্যাগুলো দ্রুত সমাধানে ব্যবস্থা নেয়া হলে ঝিমিয়ে পড়া এ নগরী প্রাণ ফিরে পাবে, বাড়বে কর্মসংস্থান।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh