• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে মোবাইল ফোনে ঋণ দেবে গুগল

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ আগস্ট ২০১৮, ১৮:৪৪

ভারতে প্রথমবারের মতো মোবাইল ফোনের মাধ্যমে ঋণ কার্যক্রম সেবা চালু করতে যাচ্ছে গুগল। যদিও ভারতে পেটিএম, ফোনপে ও এয়ারেটল বাংকিং কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু ঋণ দেয়ার কোনো কার্যক্রম তাদের নেই।

এটি ভারতে মোবাইল পেমেন্ট ব্যাংকের ক্রমবর্ধমান ব্যবসায় নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে। এজন্য গুগল ভারতের চারটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই সেবা চালু হলে কোনো ফরম পূরণ না করেই অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে ঋণ পাবে।

বিবিসির খবরে আরও বলা হয়, গুগল তার এই সেবা ভারতেই প্রথম চালু করতে যাচ্ছে। এর আগে বিশ্বে কোথাও তারা এই কার্যক্রম শুরু করেনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতে ব্যাংকিং ব্যবস্থার বিরাট একটা দুর্বলতা হল, 'ব্রিক অ্যান্ড মর্টার' মডেল বা ইট-কাঠ-সিমেন্টের ব্যাংকিং শাখা। যা এতো বড় দেশে সংখ্যায় যথেষ্ট নয়। আর এজন্যই শত কোটি মানুষের দেশে এখনও কোটি কোটি মানুষের ব্যাংক একাউন্ট নেই।