• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্বপ্ন পূরণের গল্প শুনাবেন ১০ সফল মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ২২:৪২

২০১৮ সালের সবচেয়ে বড় কর্মশালার আয়োজন করছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যাতে ১০ জন সফল মানুষের তাদের স্বপ্ন পূরণের গল্প শুনাবেন। পাশাপাশি তারা সমাজে কী অগ্রণী ভূমিকা পালন করছেন তাও জানা যাবে। আর অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে জীবনের অভিজ্ঞতা নেয়া যাবে এ কর্মশালার মাধ্যমে।

আগামী ৭ সেপ্টেম্বর শুক্রবার রাওয়া কনভেনশনের হেলমেট হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

তবে সকাল সাড়ে ৯টার মধ্যে রেজিস্ট্রেশনকারীদের প্রবেশ করতে হবে। তবে আসার সময় অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে।

রেজিস্ট্রেশনকারীদের মধ্যে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। যাতে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ অনুষ্ঠানে খাবারের ব্যবস্থা করেছে।

চাকরিপ্রার্থীদের জন্য থাকবে সিভি কালেকশান বুথ যাতে আগ্রহীরা সিভি ড্রপ করতে পারেন। পরে দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান থেকে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য ডাকা হবে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আরটিভি অনলাইন।

রেজিস্ট্রেশন করা যাবে:

www.jcibangladesh.org and click on the "Be the Change" logo

অথবা ফেসবুকে লগইন করুন :

https://www.facebook.com/events/274693269808344/

সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc8EVgpiybiWOj0kKTUj34he-xiP2EeB9QszUEwoJSuGsekwg/viewform

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইম ইউনিভার্সিটিতে কর্মশালা অনুষ্ঠিত
‘জনসংযোগ বিভাগে ডিজিটাল মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই’র আয়োজনে ‘তরুণ মনটারও জয় হোক’
জাবিতে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা সোমবার
X
Fresh