logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

বেতন-ভাতা, বোনাস দেওয়া হয়েছে শতভাগ: বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ আগস্ট ২০১৮, ২১:০৯ | আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২১:২১
দেশের সব পোশাক কারখানায় শ্রমিকদের জুলাই মাসের বেতন ভাতা ও বোনাস শতভাগ দেয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

bestelectronics
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি করেন।

সংগঠনের প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, এ পর্যন্ত ৯০ শতাংশ কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। আজকের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে ছুটি দেয়া হবে।

মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগস্ট মাসের অগ্রিম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানান মইনুদ্দিন।

সব কারখানার শ্রমিকরা বেতন-বোনাস পায়নি বলে অভিযোগ আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, যারা আমাদের সদস্য, সেসব কারখানায় বেতন-বোনাস নিয়ে আমরা কথা বলবো। অন্য কারখানার কথাতো আমরা বলতে পারবো না। সেটা আমাদের দায়িত্বও না।

এসময় সংগঠনটির সহ-সভাপতি এস এম মান্নানসহ বিজিএমইর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমসি/ এমকে

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়