• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিলিতে ভারতীয় পেঁয়াজের কেজি ২০-২৫ টাকা

এম এ আজিজ, হিলি প্রতিনিধি

  ১৬ আগস্ট ২০১৮, ১২:৫৭

হিলি স্থলবন্দরের পাইকারি আড়তগুলোতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে কমেছে ৬ থেকে ৭ টাকা। দুই-তিন দিন আগে এ বন্দরে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ২৭ থেকে ৩১ টাকায়। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

স্থানীয় আমদানিকারকরা বলছেন, আমদানি ও সরবরাহ আগের তুলনায় বেড়ে যাওয়ায় হিলির পাইকারি বাজারে কমতির দিকে রয়েছে পেঁয়াজের দাম।

ঈদে পেঁয়াজের বাজার সহনীয় রাখতেই বেশি বেশি এলসি জমা দিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। ফলে ভারতের নাসিক, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, ইন্দ্র থেকে প্রতিদিন ৭৫ থেকে ৮০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে। ঈদের আগ পর্যন্ত পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান তারা।

এদিকে হিলি কাষ্টসসের হিসেব মতে, গত এক সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৪১টি ট্রাকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
-------------------------------------------------------
আরও পড়ুন : টাকা নেয়ার আগে দেখে নিন জাল কিনা?
-------------------------------------------------------