ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন রংপুরের কৃষক
আরটিভি অনলাইন ডেস্ক
| ১১ আগস্ট ২০১৮, ১৬:৫৮ | আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৭:০৩

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে নতুন স্মার্টফোন আনলো লিনেক্স
------------------------------------------------------- গত বুধবার (৮ আগস্ট, ২০১৮) রংপুরের পীরগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে নতুন গাড়ি পান টিটু। সাড়ে ১১ সিএফটি আয়তনের ফ্রিজটির দাম ২৬ হাজার ৭০০ টাকা হলেও গ্যাস স্টোভ, স্ট্যাবিলাইজারসহ আরো কয়েকটি পণ্য নিয়ে ১৬ হাজার টাকা দেন তিনি। বাকি টাকা ৩ মাসের কিস্তিতে পরিশোধ করবেন। শনিবার (১১ আগস্ট, ২০১৮) টিটু মিয়ার কাছে নতুন গাড়িটি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ রায়হান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি মো. রেজাউল করিম, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম, ডেপুটি ডিরেক্টর রাকিবুল হোসাইন আহমদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ, এরিয়া ম্যানেজার রাজিব কুমার দাশ এবং প্লাজা ম্যানেজার সুজায়েত হোসেন প্রমুখ। আরও পড়ুন : এসঅর