• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পোশাকের ঘাড়ে চড়ে রপ্তানির লক্ষ্য বাড়ালো সরকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ১৫:২১

তৈরি পোশাক খাতের ঘাড়ে চড়ে রপ্তানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। চলতি ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ বিলিয়ন ডলার বা তিন হাজার ৯০০ কোটি ডলার। এর মধ্যে পোশাক খাত থেকেই আসবে ৩ হাজার ২৬৮ কোটি ডলার।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানি করে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৭৫০ কোটি ডলার। সে হিসেবে এ বছর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে প্রায় ১৫০ কোটি ডলার। এটি গত বছর থেকে প্রায় ৪ শতাংশ বেশি।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, তৈরি পোশাক খাত এবার আরও ভালো করতে পারবে। আশা করছি রপ্তানি আরও বাড়বে। একমাত্র চামড়া খাত ছাড়া সব খাতে ভালো রপ্তানি হয়েছে।

গত অর্থবছর তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ১৬ কোটি ডলার, যা মোট রপ্তানি আয়ের ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

তোফায়েল আহমেদ জানান, ২০১৮-১৯ অর্থবছরে উভেন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬৫৩ কোটি ডলার, যা ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব শুভাশীষ বসু ছাড়া কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ
X
Fresh