• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘আসছে বাজেট ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩০

আসছে অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা। জানালেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সচিবালয়ে সম্পদ কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পুনর্মূল্যায়নের সময় আসছে অর্থবছরের বাজেটের আকার ঠিক হবে।

তিনি বলেন, প্রবাসী আয় কমে যাবার অন্যতম কারণ অবৈধ পথে বা হুন্ডির মাধ্যমে টাকা আসা।সেই আয় বাড়ানোর বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কিছু পদক্ষেপ নিচ্ছে। আমার মতে, ডলারের মূল্যমান ৮০ টাকা হয়ে যাওয়ায় এ সমস্যা মিটে যাবে।

পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি খুবই ভালো। এ মুহূর্তে এ প্রকল্পের ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh