• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় বসেই আমেরিকার মতো ফোরজি পাচ্ছি: জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৮, ১৮:৪৩

ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ফোরজি ইন্টারনেট সেবা পাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান।

দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর প্রায় সাড়ে চার মাস পর ফাইভজির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওতে এই কার্যক্রম চালু হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীপুত্রের উপস্থিত থাকার করা রয়েছে।

এর একদিন আগে জয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে।

“এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন। আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো।”

আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গত ১২ জুন এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এই সেবা চালু হলে বিশ্বে ইন্টারনেট প্রযুক্তিতে দেশ আরও একধাপ এগিয়ে যাবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জয়া আহসান
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
X
Fresh