• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অর্থ সচিব মুসলিম চৌধুরীকে সিএজি পদে নিয়োগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৮, ১৭:৫২

অর্থ সচিব মুসলিম চৌধুরীকে মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রোববার সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে নিয়োগ প্রধান করেছেন।

প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

নিয়োগের চিঠি পেয়েছেন জানিয়ে মুসলিম চৌধুরী বলেন, শপথের পর নতুন দায়িত্ব পালন শুরু করবো।

২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।

২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
এবার মাহির সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
X
Fresh