logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

অর্থ সচিব মুসলিম চৌধুরীকে সিএজি পদে নিয়োগ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ জুলাই ২০১৮, ১৭:৫২ | আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৮:৩১
অর্থ সচিব মুসলিম চৌধুরীকে মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

whirpool
আজ রোববার  সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে নিয়োগ প্রধান করেছেন।

প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

নিয়োগের চিঠি পেয়েছেন জানিয়ে মুসলিম চৌধুরী বলেন, শপথের পর নতুন দায়িত্ব পালন শুরু করবো।

২০১৭ সালের ৩ অক্টোবর অর্থ সচিবের দায়িত্ব দেয়া হয় মুসলিম চৌধুরীকে। তার আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন তিনি। 

২০১৩ সালের ২৪ এপ্রিল মাসুদ আহমেদ সিএজির দায়িত্ব পান। গত ২৭ এপ্রিল তিনি অবসরে যান।

এসআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়