• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সুদ এক অংকে না আসলে খেলাপি ঋণ বাড়বে: এফবিসিসিআই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৮, ১৭:২৬

ঋণের বিপরীতে সুদহার এক অংকে না আনা হলে খেলাপি ঋণ আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা বলেন।

শফিউল ইসলাম বলেন, সরকার ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল। কিছু কিছু ব্যাংক এরইমধ্যে কার্যকর করেছে, তবে এখনও অনেক বাণিজ্যিক ব্যাংক তা কার্যকর করেনি।

“যদি সুদহার কমানোর এ সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তবে খেলাপি ঋণ বেড়ে যাবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৩ প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, গত অর্থবছরে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে। যার সিংহভাগই অর্জন হয়েছে তৈরি পোশাকখাত থেকে। কিন্তু রপ্তানিতে চামড়া প্লাস্টিকসহ অন্যান্য খাত পিছিয়ে রয়েছে। এসব খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

রপ্তানি ও উৎপাদনশীল খাতে নীতি সহায়তা বাড়ানোর আহ্বানও জানান এই ব্যবসায়ী নেতা।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশীষ বসু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
X
Fresh