• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৯ বছরে বিদেশ থেকে ঋণ ২৪৩৫ কোটি ডলার: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ১৯:১৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৮-০৯ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ৯ বছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থা থেকে ২৪ হাজার ৩৪৯ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান পাওয়া গেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মোট বৈদেশিক সহায়তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬ হাজার ১৮৩ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, আইডিএ (বিশ্বব্যাংক) ৭ হাজার ৩৬১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, চীন ৯৯৩ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, রাশিয়া ৪১৬ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার, ইউএনসংস্থাসমূহ ১ হাজার ৮৩০ দশমিক ০৪ দশমিক মিলিয়ন মার্কিন ডলার, আইডিবি ৪৫৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার, জাপান ২ হাজার ৯৫৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়া ৩৫০ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য সংস্থা ৩ হাজার ৮০১ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

সরকারি দলের বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার (সংশোধিত) রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে গত মে পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৬২৭ কোটি ২৫ লাখ টাকা আদায় হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
X
Fresh