• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে গ্রাহককে হয়রানি নয়: বাংলাদেশ ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৮, ১১:৫২

উচ্চ সুদে আমানত সংগ্রহের জন্য মোবাইল ফোনে ক্ষুদে বার্তা না পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই বার্তায় গ্রাহক অনেক সময় বিরক্ত হন।

মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করে।

--------------------------------------------------------------
আরও পড়ুন : সরকারের কোটি টাকা ফাঁকি রুখে দিলো শুল্ক গোয়েন্দা
---------------------------------------------------------------

ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে- ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঋণ, লিজ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হার এবং অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে ফি, চার্জ বা কমিশনের পূর্ণ তালিকা স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখাসমূহের দর্শনীয় স্থানে প্রদর্শন করছে। একইসঙ্গে নিজস্ব ওয়েব সাইটেও প্রকাশ করছে।

‘তবে কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহের লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠাচ্ছে; যা কাঙ্খিত নয়। এতে করে কোনও কোনও ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হলো।

আরও পড়ুন :

কৃষকদের জন্য এবার সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh