• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেয়ার ছেড়ে ৬১২ কোটি ডলার তুলবে শাওমি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ জুন ২০১৮, ১৮:৪৮

বেইজিং ভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি হংকংয়ের বাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৬১২ কোটি ডলার অর্থ সংগ্রহ করছে। আগামী মাসেই এই অর্থ তোলার পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার চীনা কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে। তথ্য অনুযায়ী ৯ জুলাই থেকে শেয়ার ছাড়া শুরু হবে।

শাওমি করপোরেশনের প্রধান নির্বাহী লেই জুন বলেন, আমরা আমাদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে চাই। এরই ধারাবাহিকতায় নতুন নতুন পণ্য সংযোজন করবো। এজন্য বাজার থেকে এই টাকা সংগ্রহ করবো।

মাত্র ৭ বছরে শাওমির বার্ষিক রাজস্ব ১৬০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে জানান তিনি। লেই বলেন, ভবিষ্যতে শাওমি হার্ডওয়্যার, ই-কমার্স ও ইন্টারনেট সেবা যুক্ত করবে।

শাওমি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন নির্মাতা কোম্পানি। ২০১৫ সালের হিসাব অনুযায়ী, কোম্পানিটি স্মার্টফোনের বিশ্ব বাজারের শেয়ারের প্রায় ৫ শতাংশ দখল করে আছে। শাওমি স্মার্টফোন, মোবাইল অ্যাপস এবং সংশ্লিষ্ট ইলেক্ট্রনিক পণ্য ডিজাইন, ডেভলপ এবং বিক্রি করে থাকে।

গত দুই বছরে বাংলাদেশেও কোম্পানিটির জনপ্রিয়তা বেড়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
X
Fresh