• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দর বাড়ার কারণ জানতে ৫ কোম্পানিকে ডিএসইর নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৮, ১৫:১৯
প্রতীকী ছবিটি সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি হয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই। আর এর কারণ জানতে ওই কোম্পানিগুলোকে নোটিশ পাঠিয়েছে দেশের প্রধান এ পুঁজিবাজার।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, জেএমআই সিরিঞ্জ, জিকিউ বলপেন ও কর্ণফুলি পাওয়ার।

কোম্পানির শেয়ার গত কয়েকদিন ধরে টানা বাড়ছে। তবে তারা ডিএসইকে বলছে, এই দরবৃদ্ধির পেছনের কারণ তাদের জানা নেই। তাদের কাছে অপ্রকাশিত কোনও তথ্য নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ২৮ মে থেকে ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর টানা বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর ২০৫ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ২৫৮ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।

গত ১২ জুন থেকে উসমানিয়া গ্লাস শিটের শেয়ার দর ১৪২ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১৫৯ টাকা ২০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।

আর জেএমআই সিরিঞ্জ কোম্পানির শেয়ার দর গত ৭ জুনের পর বেড়েছে প্রায় ৪০ টাকা। জিকিউ বলপেনের দাম বেড়েছে ৭২ টাকা থেকে প্রায় ৮০ টাকায়।

এছাড়া কর্নফুলি পাওয়ারের দাম ৭ জুনের পর বেড়েছে প্রায় ১৫ টাকা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
শ্যামবাজারে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh