• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫জি চালু জুলাইতে!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৮, ১৩:৪৫

দেশে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা থ্রিজি, ফোরজির গতি নিয়ে প্রশ্ন আছে। এর মধ্যেই ৫জি চালুর কথা ভাবছে সরকার।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন আগামী জুলাই মাসে দেশে পরীক্ষামূলক ৫জি সেবা চালু করা হবে।

তবে তিনি বলেন, এটি পুরোপুরি কবে চালু হচ্ছে তা এখনও আমরা নির্দিষ্ট করিনি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা পরীক্ষামূলক চালুর সিদ্ধান্ত নিয়েছি।

গত ১৯ ফেব্রুয়ারি দেশে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ৪জি চালু হয়। সরকারের টেলিকম প্রতিষ্ঠান টেলিটক ছাড়া এরই মধ্যে সবকটি প্রতিষ্ঠান ৪জি চালু করেছে, যদিও তা এখন দেশের সব জায়গায় পৌঁছায়নি।

ইন্টারনেট প্রযুক্তিতে দেশ নতুন যুগে প্রবেশ করার প্রায় ৫ মাস পর সরকার ৫জি চালুর প্রক্রিয়া চালুর উদ্যোগ নিচ্ছে।

মোস্তাফা জব্বার বলেন, বিশ্ব এখন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা পেছনে পড়ে থাকতে চাই না। আমরা আমাদের সময় আর নষ্ট করতে চাই না।

পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই মাসে রাজধানীর একটি হোটেল ৫জি সেবা পরীক্ষামূলক চালু হবে। মোবাইল ফোন ব্র্যান্ড হুয়াইয়ে এর ব্যবস্থাপনায় রয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
২০ বছরে সিসিমপুর
X
Fresh