• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাজেটের সুখবরেও ‘স্বস্তি’ ফেরেনি পুঁজিবাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুন ২০১৮, ১৬:২৬

প্রস্তাবিত বাজেটে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট কর কমিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও স্বস্তি ফেরেনি পুঁজিবাজারে। এ ধরনের সুখবরে বাজার চাঙ্গা হওয়ার কথা থাকলেও উল্টো হতাশ হচ্ছেন বিনিয়োগকারীরা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট প্রস্তাবের পর প্রথম কার্যদিবসেই ঢাকার বাজারে সূচক ও লেনদেন পড়েছে।

এর আগে বাজেট ঘোষণার মধ্যেও বাজার আরও একধাপ পতনে পার করেছিল।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরও ৪৩ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন গত দিনের চেয়ে কমেছে প্রায় ৪৭ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে প্রায় ৪০৮ কোটি টাকার শেয়ার ও সিকিউরিটিজ।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির কোম্পানির দর কমেছে। হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৮-১৯ সালের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আরোপিত কর বিদ্যমান ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারের অবৈধ দোকান
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
X
Fresh