• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৩ হাজার ৮১ কোটি টাকা বাজেট প্রস্তাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ২০:২১

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট ৫৩ হাজার ৮১ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

তিনি বলেন, এর মধ্যে ২০ হাজার ৮১৭ কোটি টাকা সড়ক পরিবহন ও মহাসড়ক খাতে বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ১৫৫ কোটি টাকা, সেতু বিভাগে ৯ হাজার ১১২ কোটি টাকা ও অন্যান্য ৪ হাজার ৩৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ১ হাজার ১৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মানসম্পন্ন ও প্রশস্ত করার জন্য আমরা ১০টি সড়ক জোনভিত্তিক ১০টি গুচ্ছ প্রকল্প গ্রহণ করেছি। এর আওতায় পর্যায়ক্রমে সারাদেশের ৩ হাজার ৮১৩ কিলোমিটার জাতীয় মহাসড়ককে চার বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হবে। ইতোমধ্যে ৪৬৫ কিলোমিটার সড়ক চার বা তদূর্ধ্ব লেনে উন্নীত হয়েছে।