• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করের আওতায় আসছে উবার-পাঠাও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৮:৫৭

উবার, পাঠাওসহ রাইড শেয়ারিং ব্যবস্থায় সেবা দেয়ার মাধ্যমে যে আয় হয়, তার উপর করারোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এসব খাতে যে আয় হবে, তার উপর উৎসে কর আদায় করা হবে।

এসব সেবা প্রদানকারী পরিবহন মালিকদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নেয়া ও বছর বছর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাবও করেছেন তিনি।

এর ফলে উবার, পাঠাও, সহজ, ওভাইসহ রাইড শেয়ারিংয়ে ব্যবহার হওয়া গাড়ি ও মোটরসাইকেল মালিকদের নতুন করে করের আওতায় আসতে হবে।

তবে রিটার্ন দাখিলকালে তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম না করলে উৎসে কর্তিত ওই কর সমন্বয়ের সুযোগ থাকবে। তবে এ খাতে উৎসে কর আরোপ হলে তা সেবা গ্রহণকারীর কাছ থেকেই কোনো না কোনভাবে আদায় করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশে এ ধরণের নিবন্ধিত পরিবহনের সংখ্যা লক্ষাধিক। অর্থমন্ত্রীর এ প্রস্তাবের ফলে তাদেরকে এ ব্যবসা চালাতে হলে বাধ্যতামূলকভাবেই করের খাতায় নিবন্ধিত হতে হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
বার্ষিক সাধারণ সভায় বিসিবির বাজেট পৌনে চার কোটি টাকা
অবেশেষে ২৭২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে উবার
X
Fresh