• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাত বছরে নতুন কর্মসংস্থান ৬৩ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৬:১৫

২০১০ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভ্যন্তরে মোট ৬৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আরও বলেন, বিগত দশ বছরে আমরা বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ করেছি। এ সময়ে সরকারি অর্থায়নে ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৫টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি নির্মাণ করা হয়েছে। দেশের সকল জেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকায় প্রশিক্ষণ সুবিধার বিকেন্দ্রীকরণ সম্ভব হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : অনলাইনে কর পরিশোধ এ বছর থেকে
--------------------------------------------------------

মন্ত্রী আরও জানান, তিনধাপে মোট ১৫ লাখ লোকের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা ২০১৫-১৬ অর্থবছর থেকে ১০ বছর মেয়াদি ‘Skills for Employment Investment Program (SEIP)’ বাস্তবায়ন করছি। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ লক্ষ ৮২ হাজার ৭৫৬ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৯০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবহন খাতে দক্ষ ও পেশাদার গাড়িচালক তৈরির বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন :

কেএইচ/ এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
X
Fresh