• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রতিবন্ধীদের সুবিধা না দিলে গুণতে হবে বাড়তি কর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৫:২৪

প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা ও প্রশিক্ষণের জন্য স্থাপিত প্রতিষ্ঠানের আয়ের উপর কর অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আজ সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশকালে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতি বছর আমরা অনেক কর ছাড় প্রদান করি। আগামী বছরের জন্য এক্ষেত্রে যেসব প্রস্তাব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

ক) ডে কেয়ার হোমের আয়ের উপর কর অব্যাহতি;

খ) প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা ও প্রশিক্ষণের জন্য স্থাপিত প্রতিষ্ঠানের আয়ের উপর কর অব্যাহতি;

গ) প্রতিবন্ধী ব্যক্তিগণ যেন সেবা গ্রহণে সুবিধা পান তা নিশ্চিত করার জন্য, যে সকল চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত ও সেবা গ্রহণে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখবে না তাদের ক্ষেত্রে অতিরিক্ত ৫ শতাংশ হারে কর আরোপের বিধান রাখার প্রস্তাব করছি।

তবে তিনি বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতে সুবিধা স্থাপনের প্রয়োজনীয় সময় পায় সেদিকে লক্ষ্য রেখে ২০১৯-২০ কর বছর হতে এ বিধান কার্যকর হবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh