• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মে মাসে মূল্যস্ফীতি ‘কমেছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ১০:৩০

চলতি ২০১৭-১৮ অর্থবছরের মে মাসে সার্বিকভাবে মূল্যস্ফীতি আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সোমবার এক প্রতিবেদনে বিবিএস বলছে, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ হারে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক

৭৬ শতাংশ।

আর এপ্রিল মাসে এই হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো ওই প্রতিবেদনের তথ্য মতে, মে মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৬ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৩৭ শতাংশ।

তবে খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি বেড়েছে। এ খাতে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ০৮ শতাংশ। যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৪ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, মে মাসে চাল ও তামাক জাতীয় পণ্যের দাম কিছুটা কমায় তা সার্বিকভাবে মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। ফলে দাম কিছুটা কমেছে।

তবে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা বেড়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
পরিবর্তন আসছে এসএসসিতে, নতুন নামে হতে পারে পরীক্ষা
কবে অবসর নেবেন, জানালেন মেসি
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি
X
Fresh