• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কালো টাকার তথ্য দিলে ৫ কোটি রুপি পুরস্কার দেবে ভারত

ডেস্ক রিপোর্ট

  ০২ জুন ২০১৮, ১৪:৪৫

বেনামি অর্থ ও সম্পদের লেনদেনের খোঁজ দিলে তাকে এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে। কেউ কালো টাকার তথ্য দিলে তাকে ৫ কোটি রুপি পুরস্কৃত করা হবে।

আর আয়কর ও সম্পত্তি কর ফাঁকি দেওয়ার খবর দিতে পারলে মিলবে ৫০ লাখ রুপি পর্যন্ত নগদ পুরস্কার।

ভারতের আয়কর বিভাগ শুক্রবার এ সংক্রান্ত স্কিম চালু করেছে।

ওই নির্দেশনায় বলা হয়, এ ব্যাপারে সংবাদদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বেনামি এই লেনদেনের খবর দেয়া যাবে ভারতের আয়কর দপ্তরের অধীন ‘বেনামি প্রতিরোধ ইউনিট’ বা বিপিইউ’এর যুগ্ম ও অতিরিক্ত কমিশনারদের কাছে। তথ্য দিতে পারবেন বিদেশিরাও।

২০১৪ সালে ক্ষমতায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রচারণায় সময় তিনি ঘোষণা দিয়েছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদেশ থেকে ভারতীয়দের কালো টাকা উদ্ধার করে আনা হবে।

কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তার এই উদ্যোগ তেমন সফলতা পায়নি।

আর এই কালো টাকা উদ্ধার এবং লেনদেন বন্ধের জন্য ২০১৬ সালের ৮ নভেম্বর নরেন্দ্র মোদি আচমকা দেশের চলমান ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিল করেন। এটি করেও তেমন সফলতা পাননি মোদি। তাই এবার নতুন করে কালো টাকা, বেনামি সম্পত্তি এবং কর ফাঁকিদাতাদের তথ্য জানার জন্য মোটা পুরস্কার দেওয়ার ঘোষণা হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh