• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আগোরায় পচা মাছ, ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০১৮, ১৬:২০

ভেজাল বিরোধী অভিযানে রাজধানীর মিরপুরে আগোরা সুপার শপে পঁচা মাছ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিএসটিআইয়ের সহযোগিতায় মঙ্গলবার মিরপুর সনি সিনেমা হলের পাশের আগোরা সুপার শপে এ অভিযান চালানো হয়।

অভিযানে সুপার শপটিতে পচা শুকনো পটল, পচা-গলা রুই মাছ ও রুপচাঁদা মাছ বিক্রি করতে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

--------------------------------------------------------
আরও পড়ুন : কানাডায় ব্যাংক থেকে ৯০ হাজার গ্রাহকের তথ্য চুরি!
--------------------------------------------------------

অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগোরায় ভালো মানের পণ্য কেনার আস্থা নিয়ে আসেন ক্রেতা সাধারণরা। কিন্তু এখানে এসে দেখা গেল ভালো মাছের সঙ্গে পচা-গলা মাছও বিক্রি করা হচ্ছে। ১০ কেজি রুপচাঁদা ও রুই মাছ জব্দ করা হয়েছে যা বিক্রি ও খাওয়ার অনুপযোগী।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫, ৫১ ও ৫৩ ধারায় মিরপুর আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ মিজানুর রহমান ও ক্যাশিয়ার কাউসারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত সপ্তাহে রাজধানীতে আগোরার আরেকটি শাখাকে মাংসের দাম বেশি রাখায় জরিমানা করা হয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh