• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অ্যালকোহল মিশ্রিত পানীয় আনলো কোকাকোলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ মে ২০১৮, ২০:০৫

প্রথমবারের মতো অ্যালকোহল মিশ্রিত পানীয় আনলো কোকাকোলা। জাপানের বাজারে এই পানীয় চালু করা হয়েছে। সোমবার থেকেই দেশটির বাজারে তা পাওয়া যাচ্ছে।

তিনটি ভিন্ন ক্যানে লেবুর স্বাদযুক্ত এই অ্যালকোপপ স্টাইল (অ্যালকোহল মিশ্রিত সফট ড্রিঙ্ক) জাপানের স্টোরে পাওয়া যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, ১২৫ বছরের ইতিহাসে এই তিনটি পানীয়কে ‘‘অন্যন্য” বলছে বিখ্যাত পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা।

নতুন এই পানীয়তে ৩ থেকে ৮ শতাংশ ভলিউম অ্যালকোহল রয়েছে। মূলত নতুন পানকারী বিশেষ করে নারীদের লক্ষ্য করে এই পানীয় আনা হয়েছে।

প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রেখে নতুন পানীয়র প্রস্তুত প্রণালী সুরক্ষিত রাখা হয়েছে। তবে দেশটির জনপ্রিয় অ্যালকোহলিক ড্রিঙ্ক চু-হি’র অনুকরণে করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশ নিরাপদ কর্মপরিবেশে উন্নতি করেছে: মার্কিন রাষ্ট্রদূত
--------------------------------------------------------

তবে নতুন পানীয় আপাতত জাপানের বাজারে জনপ্রিয় করার চেষ্টা করছে কোকাকোলা। এখনই জাপানের বাইরে এই পানীয় নেয়ার পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৯০ সালের দিকে অ্যালকোপপ ড্রিঙ্ক জনপ্রিয় হওয়ায় ইউরোপে বেশকিছু প্রতিষ্ঠান বিতর্কের মুখে পড়ে। স্বাদযুক্ত পানীয়র মধ্য দিয়ে তরুণদের অ্যালকোহলে আসক্ত করার কারণেই তারা বিতর্কের মুখে পড়ে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের কোকাকোলা কিনে নিচ্ছে তুর্কি কোম্পানি
X
Fresh