• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দর হারিয়েছে অধিকাংশ কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৮, ১৬:৪৯

সপ্তাহের দ্বিতীয কার্যদিবসে আবারও নেতিবাচক প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৯ পয়েন্টেরও বেশি কমেছে।

এদিন অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই। দিন শেষে সব কটি সূচকই ছিল নিম্নমুখী।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুই দিন ঊর্ধ্বমূখী থাকার পর ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৩৯ দশমিক ৪ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৪১৭ দশমিক ৪২ পয়েন্টে। ১১ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে ২ হাজার ১১ দশমিক ৪ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।

এদিকে ১১ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ কমে ১ হাজার ২৫৭ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।

সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৫৩৮টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়েছে।

যার বাজারদর ছিল ৪৩১ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। আগের কার্যদিবসে এটি ছিল ৪৪৫ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা।

দিন শেষে ডিএসইতে দর বেড়েছে ৭০টির, কমেছে ২২৪টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির বাজারদর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৫৪ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১০ হাজার ১৩২ দশমিক ৪২ পয়েন্টে নেমে যায়। আর ৮৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৫ হাজার ২১১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।

সিএসইতে কেনাবেচা হয়েছে ২২ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ২২৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২০ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৩৪৮ টাকা।

এদিন লেনদেনে অংশ নেয়া ৪৯টির দর বেড়েছে, দর কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
X
Fresh