• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সামনে ঈদ: ২৫ দিনেই রেমিটেন্স ১১৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

  ২৮ মে ২০১৮, ১৫:১৩

গেলো কয়েক মাস ধরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ছে। সামনে ঈদুল ফিতর উপলক্ষ্যে তা নতুন গতি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, চলতি মে মাসের ২৫ দিনেই প্রবাসীরা প্রায় ১১৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।

২০১৬-১৭ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রায় এক হাজার ২৭৭ কোটি ডলার অর্থ দেশে পাঠান। চলতি অর্থবছর পূর্ণ হতে এখনও এক মাসের বেশি সময় বাকি।

এই সময় বাকি থাকতে রেমিটেন্স গেলো বছর থেকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে প্রায় ১১৭ কোটি ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের ১০ মাস ২৫ দিনে রেমিটেন্স দাঁড়িয়েছে এক হাজার ৩২৫ কোটি ডলার।

এই ধারবাহিকতা বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিটেন্স দেড় হাজার কোটি ডলার স্পর্শ করতে পারে বলে মনে করছেন অর্থ বিশ্লেষকরা।

তারা বলছেন, বাকি এক সপ্তাহের যোগ হলে মে মাসে রেমিটেন্স ১৪০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কারণ, সামনে ঈদ। এ উপলক্ষ্যে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর হার বেড়ে গেছে। এ ধারবাহিকতা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে।

গত অর্থবছরে (২০১৬-১৭) রেমিটেন্স বেশ কমেছিল। অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ গ্রহণ করে, যার ইতিবাচক ফল এখন পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান বলেন, গত বছরে একসময় রেমিটেন্স প্রবাহে খরা ছিল। কিন্তু বর্তমানে সেই নেতিবাচক ধারা কেটে গেছে। আশা করছি অর্থবছর শেষে ভালো একটা ফলাফল পাবো।

তিনি বলেন, হুন্ডি প্রতিরোধে অবৈধ মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ডলারের দাম কিছুটা বেড়েছে, এর প্রভাবেও রেমিটেন্স বাড়ছে। ডলারের চাহিদা মেটাতে ব্যাংক তার নিজের স্বার্থেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স আনার চেষ্টা করছে। সে কারণেও রেমিটেন্স বাড়বে।

মে মাসের ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ২৮ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের (কৃষি ব্যাংক ও রাকাব) মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।

৩৯ বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৬ কোটি ৩১ লাখ ডলার। ৯টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ডলার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh